Updated: 15 Feb 2020, 11:58 AM IST
HT Bangla Correspondent
ল্যকমে ফ্যাশন উইক দেখতে দেখতে দু দশক পূর্ন করল। ম... more
ল্যকমে ফ্যাশন উইক দেখতে দেখতে দু দশক পূর্ন করল। মুম্বইয়ে ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্প মাতালেন দিয়া মির্জা,ডায়না পেন্টিরা। শুধু গ্ল্যামার দুনিয়ার ব্যক্তিরাই ফ্যাশন ব়্যাম্পে জাদু চালালেন তেমনটা নয়, ক্রিকেটার শিখর ধওয়ানেরও দেখা মিলল এদিন। ছিলেন নোরা ফতেহি, আদিত্য রয় কাপুরদেরও গ্ল্যামারাস অবতারে দেখা মিলল মার্জার সরণীতে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ল্যাকমে ফ্যাশন উইক চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।