বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'দোষীদের কঠোর শাস্তি হবে, ছাড়া হবে না', ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ঘিরে বার্তা মোদীর

Video: 'দোষীদের কঠোর শাস্তি হবে, ছাড়া হবে না', ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ঘিরে বার্তা মোদীর

শুক্রবার ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনা ঘিরে গোটা দেশ শোকস্তব্ধ। এযাবৎকালের অন্যতম ভয়াবহ এই রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। অন্যদিকে চলছে উদ্ধার কাজ। এদিন, ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এদিন হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও সাফ বার্তায় বলেন, 'যাকে দোষী পাওয়া যাবে...', 'তাঁকে কড়া শাস্তি দেওয়া হবে'।