করোনার জেরে বিশ্বের হাল শোচনীয়। স্বাস্থ্য়ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অর্থনৈতিক মন্দার সম্মুখীন পুরো বিশ্ব। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস ঘেবরেসাস পরামর্শ দিয়েছেন যে এখন থেকেই পরবর্তী মহামারীর জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।
টেডরোস বলেন যে আগামী মহামারীর জন্য তৈরী থাকার জন্য স্বাস্থ্যখাতে টাকা বৃদ্ধি করতে হবে দেশগুলিকে। তিনি বলেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এটাই শেষ মহামারী হবে না। কিন্তু পরের বার এবারের থেকে অনেক ভালো ভাবে প্রস্তুত থাকার ওপর জোর দেন তিনি। হু-এর প্রধান অনেক দেশ অত্যাধুনিক চিকিৎসায় উন্নতি করলেও তৃণমূল স্তরে স্বাস্থ্যব্যবস্থাকে উপেক্ষা করেছে। তার ফলেই সংক্রমক রোগ নির্মূলে দেশগুলি বিফল হচ্ছে বলে তিনি মনে করেন।