বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Bharat Mandapam waterlogging: বৃষ্টি হতেই 'গৌরবের' ভারত মণ্ডপমের সামনে 'জমল জল', G20 সম্মেলনের মধ্যে তোপ বিরোধীদের

Bharat Mandapam waterlogging: বৃষ্টি হতেই 'গৌরবের' ভারত মণ্ডপমের সামনে 'জমল জল', G20 সম্মেলনের মধ্যে তোপ বিরোধীদের

ভারত মণ্ডপমের সামনে জল জমার অভিযোগ তুললেন বিরোধী নেতারা। যে ভারত মণ্ডপমে জি২০ সম্মেলনের আসর বসে। ভারত মণ্ডপমে জল জমে যাওয়ার বিষয়টি স্বীকার করে নেন এক আধিকারিক। তিনি জানিয়েছেন, সকালে বৃষ্টির জন্য জল দাঁড়িয়ে গিয়েছিল। দ্রুত জল বের করে দেওয়া হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -