কোন কোন করোনাভাইরাসের টিকা কিনবে ভারত এবং সেগুলির দাম কত পড়বে, তা নিয়ে আলোচনা করবে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। যে কমিটিতে আছেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল। থাকবেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এআইআই) আদর পুনাওয়ালা। সে বিষয়েই আলোচনা করলেন ‘হিন্দুস্তান টাইমস’-এর ন্যাশনাল পলিটিকাল এডিটর সুনেত্রা চৌধুরী। দেখুন ভিডিয়োয় -