মুম্বইয়ে যে করোনার কম্যুনিটি ট্রান্সফার হচ্ছে, অবশেষে তা স্বীকার করলেন শহরের এক শীর্ষ স্বাস্থ্যকর্তা।
ভারতের বাণিজ্যনগরীতে এখনও পর্যন্ত ১৩,৫০০টি করোনার কেস পাওয়া গিয়েছে। প্রায় প্রতিদিনই সংক্রমণ ও মৃতের নয়া রেকর্ড তৈরী হচ্ছে।
এই আচমকা কেস বৃদ্ধির পিছনে কম্যুনিটি ট্রান্সমিশনের কিছু প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের ডিজিজ সার্ভেইলেন্স অফিসার প্রদীপ আয়াটে। প্রদীপবাবু জানান যে শুধু মুম্বইয়ে নয় মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে কম্যুনিটি ট্রান্সফারের প্রমাণ মিলেছে।
কম্যুনিটি ট্রান্সফার হল করোনার তৃতীয় স্টেজ যখন আর শনাক্ত করা সম্ভব হয় না কার থেকে রোগ ছড়াচ্ছে। পুরো একটি এলাকায় তখন লাগামহীন ভাবে ছড়িয়ে যায় ভাইরাসটি। মুম্বইয়ের ঘন জনবসতির ফলে পরিস্থিতি এতটা খারাপ বলে তিনি জানান। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্ত ২২১৭১, মৃত ৮৩২। উভয় মাপকাঠিতেই দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র।