কীভাবে সারা বিশ্বে কৃষক আন্দোলনের সমর্থনে প্রতিবাদ বিক্ষোভ করতে হবে, সেই সংক্রান্ত টুলকিট শেয়ার করেন পরিবেশর্মী গ্রেটা থুনবার্গ। তারপর অবশ্য বিতর্কের পর সেটি টুলকিট ডিলিট করে একটি নয়া টুলকিট শেয়ার করেন তিনি। কিন্তু এই নিয়ে বিতর্ক রীতিমত দানা বেঁধেছে। এবার সেই টুলকিট বা গাইডের স্রষ্টাদের বিরুদ্ধে এফআইআর ফাইল করল দিল্লি। স্পেশ্যাল কমিশনার প্রবীর রঞ্জন জানান যে বিশেষ কোনও ব্যক্তির নাম এফআইআরে উল্লেখ করা হয়নি। অজ্ঞাত লোকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।
রঞ্জন বলেন যে অনেক দিন ধরে দিল্লির সীমান্তে চলছে বিক্ষোভ ও পুলিশ সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখছে। পুলিশ কর্তা বলেন যে টুলকিটে যা বলা হয়েছে, কার্যত সেই পন্থাতেই দিল্লিতে ২৬ জানুয়ারিতে ঘটনা ঘটেছে। সেই কারণে আপাতত ওই টুলকিটের স্রষ্টাদের বিরুদ্ধে এফআইআর করা হয়। এই খবর আসার পরেই গ্রেটা থুনবার্গ টুইট করেন যে তিনি এখনও চাষীদের সমর্থন করছেন।