Madhya Pradesh blast: যেন পরমাণু বোমা ফাটল! BJP রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেলেন মানুষ Updated: 06 Feb 2024, 05:01 PM IST লেখক Ayan Das যেন পরমাণু বোমার বিস্ফোরণ হল। মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কার্যত সেরকমই মনে হল অনেকের। মঙ্গলবার হরদার বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৩ জন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -