বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > G20 Summit 2023: এখানেই হবে জি২০ বৈঠক, ভারতের সংস্কৃতিতে সেজে উঠেছে ভারত মণ্ডপম, হল 'সাউন্ড-ফাউন্টেন' শো

G20 Summit 2023: এখানেই হবে জি২০ বৈঠক, ভারতের সংস্কৃতিতে সেজে উঠেছে ভারত মণ্ডপম, হল 'সাউন্ড-ফাউন্টেন' শো

জি২০ সম্মেলনের আগে ভারত মণ্ডপমে হল 'সাউন্ড অ্যান্ড ফাউন্টেন' শো। বিভিন্ন রঙের ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে নয়াদিল্লির প্রগতি ময়দান। ভারত মণ্ডপমেই জি২০ সম্মেলন হবে। আসবেন বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতারা। সেজন্য বিশেষভাবে ভারত মণ্ডপমকে সাজিয়ে তোলা হয়েছে।