G20 Summit 2023: এখানেই হবে জি২০ বৈঠক, ভারতের সংস্কৃতিতে সেজে উঠেছে ভারত মণ্ডপম, হল 'সাউন্ড-ফাউন্টেন' শো Updated: 08 Sep 2023, 10:36 PM IST লেখক Ayan Das জি২০ সম্মেলনের আগে ভারত মণ্ডপমে হল 'সাউন্ড অ্যান্ড ফাউন্টেন' শো। বিভিন্ন রঙের ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে নয়াদিল্লির প্রগতি ময়দান। ভারত মণ্ডপমেই জি২০ সম্মেলন হবে। আসবেন বিশ্বের তাবড়-তাবড় রাষ্ট্রনেতারা। সেজন্য বিশেষভাবে ভারত মণ্ডপমকে সাজিয়ে তোলা হয়েছে।