Updated: 14 Nov 2023, 01:12 PM IST
সম্পাদনা করেছেন Ayan Das
একেবারে পাড়ার আমেজে লন্ডনে হল কালীপুজো, আরাধনা করা হল মা কালীর। লন্ডনের হ্যাম্পস্টেড টাউন হলে কালীপুজোর আয়োজন করা হয়। লন্ডন দশেরা অ্যাসোসিয়েশনের তরফে সেই পুজোর আয়োজন করা হয়। বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের পুজোয় একেবারে পাড়ার আমেজ ছিল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -