Updated: 29 May 2020, 09:21 PM IST
লেখক Arghya Prasun Roychowdhury
একে করোনায় রক্ষা নেই, তার ওপর আবার বাঁদর উত্পাত। উত্তরপ্রদেশের মীরাটেক ঘটনা। করোনা পরীক্ষার নমুনা এক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নিয়ে একেবার গাছের ওপর উঠে বসে এক বাঁদর।
এতে আতঙ্ক ছড়ায় মীরাটবাসীদের মনে। ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। পরে অবশ্য জানা যায় সেই নমুনা করোনা পরীক্ষার ছিল না! তাই এই যাত্রায় বড় কোনও ক্ষতি হয় নি।