বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > লাভ ইন দ্য টাইম অফ করোনা- রাতে খুলল আদালত, যুবকের সঙ্গে বিয়ে হল মেক্সিকান কন্যার

লাভ ইন দ্য টাইম অফ করোনা- রাতে খুলল আদালত, যুবকের সঙ্গে বিয়ে হল মেক্সিকান কন্যার

প্রেমে পড়ার কী আর সময় আছে। না কি বিয়ে করার! একটি ভাষা শিক্ষার অ্যাপে আলাপ। এপ্রিল মাসে বিয়ে করার কথা ছিল হরিয়ানার নিরঞ্জন ও মেক্সিকোর ডানার। কিন্তু লকডাউনের জেরে প্রায় ভেস্তে গিয়েছিল সেই বিয়ে।

কিন্তু যাদের কপালে আছে এক হওয়া, লকডাউন তাদের আটকাতে পারবে কি করে। তাই একেবারে রাতে বিশেষ অনুরোধ করে আদালত খুলিয়ে আইনমতো বিয়ে সাড়লেন এই জুড়ি।

রোহতাকের আদালতে রাতের বেলায় বিয়েটি সারলেন নিরঞ্জন কাশ্যপ ও ডানা জোহারি অনিভেরোস ক্রুইজ বিশেষ বিয়ের ধারায়। ১৩ তারিখ রাত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোর্টে চুকল রেজিস্ট্রির পালা। ২০১৭ সালে একটি ভাষা শিক্ষার অ্যাপে আলাপ। পরের বছর হয় এনগেজমেন্ট। এবার একেবারে লকডাউনের মধ্যেই বিবাহ জীবনে প্রবেশ করলেন এই যুগল।