বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Mall এর সামনে গাড়ি থেকে নেমেই এলোপাথারি গুলি আততায়ীর! টেক্সাস-কাণ্ডের হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে

Mall এর সামনে গাড়ি থেকে নেমেই এলোপাথারি গুলি আততায়ীর! টেক্সাস-কাণ্ডের হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে

এই রুদ্ধশ্বাস দৃশ্য বন্দি হয়েছে এক ড্যাশক্যাম ভিডিয়োয়। ঘটনা শনিবারের টেক্সাস মল-এর সামনের। দেখা যাচ্ছে, মল-এর সামনে গাড়ি থেকে নেমেই এক ব্যক্তি এলোপাথারি গুলি চালাতে থাকে। তার পরনে কালো পোশাক। মুহূর্তে তোলপাড় শুরু হয়। মল-এর অ্যালেন প্রিমিয়াম আউটলেটের সামনে এই গুলি চালনা ঘটতে থাকে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। উল্লেখ্য, সেদিনের মর্মান্তিক ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।