Updated: 17 Oct 2023, 04:24 PM IST
Ranita Goswami
ইনস্টাগ্রামে মিষ্টি একটা ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী। দেখা যাচ্ছে কুশনের উপরে পা রেখেছেন অভিনেত্রী। আর রাজ যত্ন করে বউয়ের গায়ে পরিয়ে দিচ্ছে লাল নেলপলিশ। ক্যাপশনে লিখলেন, ‘আমি বাচ্চার খেয়াল রাখছি, ও আমার।' তাই তো সবসময় বলি, ‘আমরা প্রেগন্যান্ট’।