Updated: 06 Apr 2022, 10:12 PM IST
লেখক Sritama Mitra
সাধারণত বলা হয় গোলাপী রঙ মহিলাদের ক্ষেত্রেই মানায়!... more
সাধারণত বলা হয় গোলাপী রঙ মহিলাদের ক্ষেত্রেই মানায়! তবে এই ধারণা কার্যত ধুয়ে মুছে সাফ করে দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং! সদ্য তাঁকে দেখা গিয়েছে মুম্বইয়ের ব্যস্ততম সময়ে। আর সেখানে তিনি ধরা দিয়েছেন পিঙ্ক লুক-এ। ফ্যাশনের জন্য চিরকালই রণবীর নজর কেড়েছেন। তবে এবার তাঁকে দেখা গেল আদ্যোপান্ত গোলাপী পোশাকে। সঙ্গে সাদা ফ্রেমের কালো চশমা। মাথায় সাদা টুপি। আর সেই লুকেই ফটোশিকারিদের সামনে পোজ দিতে ভুললেন না '৮৩' স্টার!