কলকাতা নাইট রাইডার্স বরাবরের মতো আইপিএলে মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়েই। তবে সঙ্গে আরও একটি উদ্দেশ্য থাকবে তাদের। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক জানালেন, কঠিন সময়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্যই তাঁরা এবার আইপিএল খলতে নামবেন। কেননা, করোনা মহামারির মাঝেই ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত হয়েছে বাংলা। এখনও সেই ধাক্কা পুরোপুরি সামলে ওঠা সম্ভব হয়নি বাংলার মানুষের পক্ষে। পুনর্গঠনের লড়াই চালানো বাংলার এই মানুষগুলোই নাইট রাইডার্সকে সর্বদা শক্তি জুগিয়েছেন। তাই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার সেই সব মানুষগুলোর পাশে থাকতে চায় কেকেআর।
ইডেন তথা কলকাতার ক্রিকেটপ্রেমীদের সমর্থনের কথা ক্রিকেট বিশ্বের প্রতিটি প্রান্তে ঘোরাফেরা করে। ইডেনের দর্শকরা সবসময় খেলোয়াড়দের মধ্যে প্রাণ সঞ্চার করেন। হার-জিতের কথা না ভেবে সর্বদা ভালো ক্রিকেটকে সমর্থন করে ইডেনের গ্যালারি। নাইট রাইডার্সের কাছে ইডেনের সমর্থন সত্যিই স্পেশাল। নাইট অধিনায়ক ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা ইডেনের দর্শকদের মিস করবেন। তবে তিনি নিশ্চিত যে, কলকাতার মানুষ দূর থেকেও কেকেআরের পাশে থাকবেন।