বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sujata-Kangna Video: কীর্তনের আসরে খোল বাজালেন সুজাতা, মন্দিরে নাচের তালে কঙ্গনা
Updated: 01 Apr 2024, 11:14 PM IST
Sritama Mitra
দোল মেলায় কীর্তনের আসরে দর্শকদের মন ভরালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। বিষ্ণুপুর লোকসভার ওন্দার দোলমেলার তাঁকে এভাবেই পাওয়া গেল। সকলের সঙ্গে মেতে খোল বাজাতে দেখা গেল সুজাতা মন্ডলকে। অন্যদিকে, হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত আজ পৌঁছেছিলেন বাবা ভূতনাথ মন্দিরে। তাঁকে সেখানে নাচের তালে মেতে উঠতে দেখা যায়।