বাংলা নিউজ > দেখতেই হবে > Video: '১০-১৫ জন আমার ওপর এসে পড়ে গেলেন, তারপর..', করমণ্ডল EXP দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী যা বললেন..

Video: '১০-১৫ জন আমার ওপর এসে পড়ে গেলেন, তারপর..', করমণ্ডল EXP দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী যা বললেন..

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবারের অভিশপ্ত সময়ে এই দুর্ঘটনায় আহতের সংখ্যা শতাধিক। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। কতটা ভয়ানক ছিল এই দুর্ঘটনা? উঠে এল প্রত্যক্ষদর্শীর বয়ানে। এদিকে, দুর্ঘটনা ঘিরে শোকবার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য থেকে ওড়শা যাচ্ছে বিশেষ প্রতিনিধি দল। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশের বিভিন্ন স্টেশনে খোলা হয়েছে হেল্প লাইন নম্বর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এনডিআরএফ, রাজ্য সরকার ও বায়ুসেনা একজোট হয়ে নেমেছে উদ্ধারে।