Updated: 28 May 2022, 01:13 PM IST
লেখক Sritama Mitra
এই পার্টি গ্ল্যামারে কোনও তাবড় বলিউড পুরস্কার বিত... more
এই পার্টি গ্ল্যামারে কোনও তাবড় বলিউড পুরস্কার বিতরণীকেও হার মানাতে পারে! কে নেই এই পার্টিতে! বলিউডের নবাগত থেকে শুরু করে সুপারস্টার পরিবারগুলির সকলেই হাজির ছিলেন এখানে। উপলক্ষ্য ছিল বলিউডের স্টার পরিচালক করণ জোহারের ৫০ তম জন্মদিন। আর করণের আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেননি তাঁর সমস্ত ঘনিষ্ঠরাই! আসরে এদিন দেখা গেল শাহরুখ-জায়া গৌরীকে। দেখা গিয়েছে ফারহা খান, অপূর্বা মেহতাদের। পার্টিতে এসেছিলেন আরতি শেট্টি। ছিলেন সলমন খান পরিবারের সীমা খানও। এছাড়াও পার্টিতে বলিউডের একাধিক সেলেবকে দেখা যায়। এরই মাঝে পার্টিতে পৌঁছতে দেখা যায় তাক লাগানো বেলুন। করণের বাড়ির অনুষ্ঠান, আর তাঁর প্রিয় 'জুনিয়ার'রা আসবেন না তা কি হয়! অনুষ্ঠানে এদিন দেখা গিয়েছে করণের অন্যতম প্রিয়পাত্র অয়ন মুখোপাধ্যায়কেও। সব মিলিয়ে পার্টির রাত যেন ছিল চাঁদের হাট!