বাংলা নিউজ > দেখতেই হবে > ‘ইয়ে জওয়ানি...’র ১০ বছর, স্মৃতিচারণে ভাসলেন রণবীর-দীপিকারা, দেখুন ভিডিয়ো

‘ইয়ে জওয়ানি...’র ১০ বছর, স্মৃতিচারণে ভাসলেন রণবীর-দীপিকারা, দেখুন ভিডিয়ো

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির ১০ বছর। বন্ধুত্ব যাপনের একটি মন ভালো করা ছবির ১০ বছর পূর্তিতে ছবির সমস্ত কলাকুশলীরা মেতে ওঠেন। রণবীর, দীপিকা, আদিত্য, অয়ন সহ অনেককেই এদিনের পার্টিতে দেখা যায়। অয়ন, দীপিকারা সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করে পোস্ট লেখেন।