বাংলা নিউজ > ভাগ্যলিপি > ১১ অক্টোবর পর্যন্ত বক্রি শনির প্রভাবে শুভ ফল লাভ করবেন এই রাশির জাতকরা
জ্যোতিষ শাস্ত্রে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়। অন্য সমস্ত গ্রহ থেকে শনি ধীরগতিতে চলেন। কিন্তু শুধু অশুভই নয়, বরং শুভ ফলও প্রদান করে থাকেন কর্মফলদাতা। বর্তমানে শনি বক্রি অবস্থায় রয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত বক্রি থাকবে শনি। এই সময়কাল পর্যন্ত কোন কোন রাশির জাতকরা সুফল পাবেন, জেনে নিন—
বৃষ
- মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
- কাজে সাফল্য আসবে।
- আপনার কাজের প্রশংসা হবে।
- চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।
সিংহ
- কাজে সাফল্য লাভ করবেন।
- ব্যবসা ও চাকরির জন্য সময় শুভ।
- আপনার কাদের প্রশংসা হবে।
- ধন লাভ হবে, ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।
- দাম্পত্য জীবন সুখে কাটবে।
- বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
কন্যা
- মান-সম্মান বৃদ্ধি পাবে।
- পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।
- পারিবারিক সম্পর্ক মধুর হবে।
- কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
- আপনার কাজের প্রশংসা হবে।
- আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
মীন
- এই রাশির জাতকদের জন্য ১১ অক্টোবর পর্যন্ত সময় শুভ।
- চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
- আর্থিক লাভ হতে পারে।
- শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য সময় ভালো।
- পারিবারিক জীবন সুখে কাটবে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর