বাংলা নিউজ > ভাগ্যলিপি > এবার কৃষ্ণ জন্মাষ্টমীতে থাকছে অতি উত্তম সংযোগ, জানুন খুঁটিনাটি

এবার কৃষ্ণ জন্মাষ্টমীতে থাকছে অতি উত্তম সংযোগ, জানুন খুঁটিনাটি

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়।

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়।

প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এদিন বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্ম হয়। চলতি বছর ৩০ অগস্ট জন্মাষ্টমী। রাত ১২টায় জন্ম হয়েছিল কৃষ্ণের। তাই মধ্যরাতেই কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর আয়োজন হয়। জ্যোতিষ মতে, এ বছর জন্মাষ্টমীতে অদ্ভূত সংযোগ সৃষ্টি হচ্ছে।

জন্মাষ্টমীর দিনে বিশেষ সংযোগ

শ্রীমদ্ভগবত পুরাণ অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। দিন ছিল বুধবার এবং সময় ছিল মধ্যরাত্রি।

শাস্ত্র মতে, জন্মাষ্টমীতে একসঙ্গে ৬টি তত্বের উপস্থিতি অত্যন্ত দুর্লভ। এগুলি হল ভাদ্রপদ কৃষ্ণ পক্ষ, মধ্যরাত্রিকালীন অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বৃষ রাশিতে চন্দ্র উপস্থিত থাকছে। তার পাশাপাশি সোমবার বা বুধবার দিন হওয়া।

চলতি বছর এই সমস্ত তত্বই জন্মাষ্টমীর দিনে উপস্থিত থাকছে। ৩০ অগস্ট সোমবার, সকাল থেকে অষ্টমী তিথি শুরু হবে থাকবে রাত ২টো বেজে ২ মিনিট পর্যন্ত। এই রাতেই নবমীর সূচনাও হবে। চন্দ্র থাকবে বৃষ রাশিতে। ৩০ অগস্ট থাকবে রোহিণী নক্ষত্রও। এর ফলে এই জন্মাষ্টমীকে অত্যন্ত উত্তম মনে করছেন জ্যোতিষীরা।

নির্ণয় সিন্ধু নামক গ্রন্থ অনুযায়ী জন্মাষ্টমীতে এমন সংযোগ থাকলে এই সুযোগকে হাতছাড়া করবেন না। এই সংযোগে ব্রত করলে ৩ জন্মের জ্ঞানত বা অজ্ঞানতাবশত হয়ে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্মাষ্টমী সংযোগে ব্রত করলে প্রেত যোনিতে ভ্রাম্যমান পূর্বপুরুষও মুক্তি লাভ করতে পারেন।

উল্লেখ্য, যাঁরা এ বছর অষ্টমী ব্রত করা শুরু করবেন, তাঁদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এ বছর সপ্তমমী বৃদ্ধা বা নবমী বৃদ্ধাও থাকবে না। এমন পরিস্থিতিতে স্মার্ত ও বৈষ্ণব—উভয়ের জন্যই ৩০ অগস্ট অষ্টমী করা শুভ এবং উত্তম।

জন্মাষ্টমীর শুভক্ষণ

অষ্টমী তিথি শুরু- ২৯ অগস্ট, রাত ১১টা ২৫ মিনিটে।

অষ্টমী তিথি সমাপ্ত- ৩১ অগস্ট, সকাল ১টা ৫৯ মিনিটে।

রোহিণী নক্ষত্র শুরু- ৩০ অগস্ট, সকাল ৬টা ৩৯ মিনিটে।

রোহিণী নক্ষত্র সমাপ্ত- ৩১ অগস্ট, সকাল ৯টা ৪৪ মিনিটে।

অভিজীত মুহূর্ত- ৩০ অগস্ট সকাল ১১টা ৫৬ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত।

বন্ধ করুন