বাংলা নিউজ > ভাগ্যলিপি > Janmashtami 2023: জন্মাষ্টমীর পুজো এই ফলটি ছাড়া অসম্পূর্ণ! এই প্রসাদ খেলে মেলে কোন শুভ ফল? ভোগের রীতি একনজরে

Janmashtami 2023: জন্মাষ্টমীর পুজো এই ফলটি ছাড়া অসম্পূর্ণ! এই প্রসাদ খেলে মেলে কোন শুভ ফল? ভোগের রীতি একনজরে

বলা হয় জন্মাষ্টমীর তিথি যদি সোমবার ও বুধবার পড়ে, তাহলে তা খুবই শুভ। আর বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর ৩.৩৭ মিনিট থেকে পড়ছে জন্মাষ্টমীর তিথি। এই জন্মাষ্টমীতে রয়েছে দুর্লভ জয়ন্তী যোগ। ফলে দিনটি খুবই শুভ। তিথি ছেড়ে যাবে ৭ সেপ্টেম্বর ৪.১৪ মিনিটে।