Vastu Tips: নানা কারণেই মানুষ অর্থকষ্টে পড়তে পারেন। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সে জন্য বাড়িতে রাখতে হবে কয়েকটি জিনিস।
1/9অর্থনৈতিক সমস্যা ভুগছেন? এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। এ জন্য আপনাকে সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র। বৈদিক জ্যোতিষের মতোই বাস্তুও এতি প্রাচীন এক শাস্ত্র। এই শাস্ত্র নানা ধরনের সমস্যার সহজ সমাধা প্রদান করে।
2/9বাস্তু মতে, অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। তার জন্য বাড়িতে রাখতে হবে কয়েকটি বিশেষ জিনিস। এবং সেগুলি রাখতে হবে বিশেষ বিশেষ জায়গায়। এক নজরে দেখে নিন, বাড়িতে কোন কোন জিনিস রাখলে অর্থসংকট কাটতে পারে।
3/9বাস্তুশাস্ত্র বলছে, অর্থ সংকটের বড় কারণ হল বাস্তুদোষ। এই দোষ কাটাতে না পারলে অর্থ সংকট কাটে না। এই দোষ কাটানোর জন্য বাড়িতে কিছু কিছু জিনিস রাখতে পারেন। জেনে নেওয়া যাক, সেগুলি কী কী।
4/9গণপতির মূর্তি: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাস্তু দোষ কাটানোর সবচেয়ে ভালো রাস্তাগুলির একটি হল বাড়িতে গণেশের মূর্তি রাখা। মনে রাখবেন, এটি উত্তর-পূর্ব দিকে রাখতে হবে। তাঁর মূর্তি এই দিকে রাখলে গণেশ খুশি হন এবং অর্থ সংকট কমান। এমনই মনে করা হয়।
5/9বাঁশি: বাঁশি মা লক্ষ্মীর খুব প্রিয়। এটিও বাস্তু দোষ কাটাতে সাহায্য করে। যাঁদের অর্থ সংকট কিছুতেই কাটছে না, তাঁরা বাড়ির পূর্ব এবং উত্তর দিকে বাঁশি রাখতে পারেন। বাঁশের বাঁশি রাখা ভালো। তবে সবচেয়ে ভালো হয় যদি রুপোর বাঁশি রাখেন।
6/9শঙ্খ: এটিও বাস্তু দোষ কাটানোর জন্য অন্যতম সেরা রাস্তা। মনে করা হয়, যাঁরা বাড়িতে শাঁখ রাখেন, তাঁদের উপর মা লক্ষ্মী খুশি হন। অর্থ সংকট এর ফলে কাটে।
7/9কুবেরের মূর্তি: কুবেরকে ধনসম্পত্তির দেবতা বলা হয়। তিনি প্রসন্ন হলেও অর্থ সংকট কাটতে পারে। তাঁই বাড়িতে এই দেবতার মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন। তাতে সংকট কাটবে।
8/9নারকেল: এটিরও বড় ভূমিকা আছে বাস্তুবিদ্যায়। মনে করা হয়, যাঁরা বাড়িতে একটি নারকেল রাখেন, তাঁদের উপর মা লক্ষ্মী কৃপা বর্ষণ করেন। ফলে তাঁদের সংকট কাটে। তাই বাড়িতে একটি নারকেল রাখতে পারেন। তাতে হয়তো সমস্যা কমবে।
9/9মা লক্ষ্মীর মূর্তি: মা লক্ষ্মীর কৃপা পেলে জীবন থেকে অর্থ সংকট কেটে যায়। এ কথা সকলেই জানেন। দেবীর কৃপায় বাস্তু দোষ সহজে কেটে যেতে পারে। তাই অর্থ সংকটে পড়লে অবশ্যই মা লক্ষ্মীর মূর্তি রাখুন। ভক্তিভরে মায়ের পুজো করুন।