২৭ সেপ্টেম্বর থেরে শুরু হয়েছে বুধের বক্রি দশা। তুলা রাশিতে বক্রি চলতে শুরু করেছে গ্রহের যুবরাজ বুধ। তার পর ২ অক্টোবর তুলা থেকে বেরিয়ে কন্যা রাশিতে গোচর করবে বুধ। ১৮ অক্টোবর পর্যন্ত এই রাশিতে থাকবে বুধ। বুধের বক্রি দশার কারণে মিথুন ও কন্যা-সহ একাধিক রাশির লাভ হবে। আবার কিছু কিছু রাশির জাতকদের সাবধান থাকতে হবে। কোন কোন রাশির জাতকরা এ সময় সতর্ক থাকবেন জেনে নিন—
কর্কট- এই রাশির চতুর্থ স্থানে বুধের গোচর হচ্ছে। এ সময় বহিরাগত কিছু বিষয় আপনাকে চিন্তিত করে তুলতে পারে। একাকীত্ব বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক- বক্রি বুধ আপনার রাশির দ্বাদশ স্থানে গোচর করছে। এই স্থান লাভ ও ক্ষতি চিহ্নিত করে। বুধের গোচর কালে অর্থের সঙ্গে জড়িত বিষয় থেকে সাবধানে থাকা উচিত। লগ্নি এড়িয়ে যান, না-হলে আর্থিক ক্ষতি পারে।
মীন- এই রাশির অষ্টম স্থানে গোচর করছে বুধ। এটি লাভ, ক্ষতি ও মৃত্যুর স্থান। এ সময় বন্ধুদের সঙ্গে কোনও গোপন কথা ভাগ করে নেবেন না। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের পরিবেশ সুখকর থাকবে না। দাম্পত্য জীবনে ওঠা-পড়া থাকবে।