বাংলা নিউজ > ভাগ্যলিপি > বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, জানুন কী বলছে জ্যোতিষশাস্ত্র

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, জানুন কী বলছে জ্যোতিষশাস্ত্র

দুপুরে গ্রহণ লাগায় ভারতে এটি দেখা যাবে না।

বৃষভ রাশি ও রোহিনী নক্ষত্রে এই গ্রহণ লাগছে। যার ফলে এই গ্রহণের সর্বাধিক প্রভাব থাকবে বৃষ রাশির জাতকদের ওপর।

আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটি একটি উপচ্ছায়া গ্রহণ। উপচ্ছায়া চন্দ্রগ্রহণের প্রথম স্পর্শ লাগছে দুপুর ১টা ০৪ মিনিটে। পূর্ণগ্রাসের সময় দুপুর ৩টে ১৩ মিনিট। চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধে ৫টা ২২ মিনিটে।

জ্যোতিষ গণনা অনুযায়ী, বৃষভ রাশি ও রোহিনী নক্ষত্রে এই গ্রহণ লাগছে। যার ফলে এই গ্রহণের সর্বাধিক প্রভাব থাকবে বৃষ রাশির জাতকদের ওপর। জ্যোতিষ অনুযায়ী, এই রাশির জাতকদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।

তবে এই চন্দ্রগ্রহণে সূতক কাল বিবেচ্য নয়। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হওয়ায় সূতক মান্য হবে না। সাধারণত ৯ ঘণ্টা আগে গ্রহণের সূতক আরম্ভ হয় ও গ্রহণ সমাপ্তির সঙ্গে সঙ্গে সূতকেরও সমাপ্তি ঘটে। উল্লেখ্য, এই সূতকের সময় সমস্ত ধরণের শুভ কার্য বর্জিত। 

বছরের এই অন্তিম চন্দ্রগ্রহণটি এশিয়ার কিছু দেশের পাশাপাশি আমেরিকার কিছু অংশে দেখা যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের নানান অংশে এটি দেখা যাবে। দুপুরে গ্রহণ লাগায় ভারতে এটি দেখা যাবে না।

বন্ধ করুন