আসতে চলেছে নীল ষষ্ঠী বাংলার ঘরে ঘরে চৈত্র মাসে নীল পুজো এবং নীল ষষ্ঠীর উপবাস পালন করা হয় সন্তানের মঙ্গলকামনার্থে।
বাংলার ঘরে ঘরে এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সারাদিন উপবাস করে এই পুজো করে থাকেন। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় এই নীল ষষ্ঠী পরের দিন থাকে চৈত্র সংক্রান্তি। আর তারপরেই বাংলার ঘরে ঘরে নববর্ষের সূচনা হয়।
সন্তান সুখের জন্য তার দীর্ঘায়ুর জন্য এই পুজো এবং ব্রত করে থাকেন মায়েরা, নীলের ঘরে বাতি বলতে শিবের ঘরে প্রদীপ জ্বালানো কে বোঝানো হয়। বাঙালির ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্বণ। যা নীল ষষ্ঠী ব্রত নামে পরিচিত।
উপবাস করে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে তবে এই উপবাস ভঙ্গ করেন মায়েরা। এবার নীল ষষ্ঠীর উপবাস পালিত হবে ১২ এপ্রিল শুক্রবার। চৈত্র সংক্রান্তি পড়েছে শনিবার অর্থাৎ তার আগের দিন নীল ষষ্ঠীর উপবাস পালিত হবে।
নীলের ঘরে দিয়ে বাতি জল খাওগো পুত্রবতী, নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় পুত্র অর্থে এখানে সন্তানকে বোঝানো হয়েছে, কারণ মার কাছে পুত্র বা পুত্রী সব সন্তানই সমান।
এই দিন শিবলিঙ্গতে জল ঢেলে, দুধ গঙ্গাজলে অভিষেক করে, ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করে, ফুল, বেলপাতা, ধুতরা, আকন্দ ইত্যাদি নিবেদন করে বিধি সম্মত ভাবে পুজো করে শিবের ঘরে প্রদীপ জ্বালান মায়েরা, যাকে বলে শিবের ঘরে বাতি দেওয়া।
এইদিন পুজোর পর প্রসাদ ও জল গ্রহণ করে, ঠান্ডা জিনিস, ফল, মিষ্টি খাওয়া উচিত। ভাত বা ভাজা জাতীয় জিনিস এই উপবাসে না খাওয়াই শ্রেয়।