Budh Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। আজ রাশি পরিবর্তন হয়েছে বুধের। গ্রহের রাজকুমারের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আজ বুধের রাশির পরিবর্তন হল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে প্রবেশ করলেন বুধ। আগামী ১৬ মার্চ পর্যন্ত সেই গ্রহেই অবস্থান করবেন গ্রহের রাজকুমার। বুধের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। আগামী ১৮ দিন তাঁদের দুর্দান্ত কাটবে।
2/5বৃষ রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে। অর্থলাভ হবে বৃষ রাশির জাতকদের। আপনি যে কাজ করবেন, তা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে।
3/5কর্কট রাশি- কুম্ভ রাশিতে বুধের গোচরের ফলে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত অনুকূল সময় কাটবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। ভাইবোনের সহযোগিতা মিলবে। নয়া গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।
4/5সিংহ রাশি- বুধের গোচরের ফলে সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। চাকরি এবং ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময় কাটবে। এই সময়টা আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5ধনু রাশি- বুধের গোচরের ফলে চাকরি এবং ব্যবসার বহর বৃদ্ধি পাবে। অর্থলাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে ধনু রাশির জাতকদের। লেনদেনের জন্য এটা অনুকূল সময়। বিনিয়োগ করলে লাভবান হবেন। দাম্পত্য জীবন সুখকর হবে।