Shani Gochar 2023 into Kumbh: মাত্র ১১ দিন বাকি আছে। তারপরই শনির রাশি পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে প্রবেশ করবেন কর্মফলদাতা শনি গ্রহ। যে গোচরের ফলে ৩০ বছর পর আবারও কুম্ভ রাশিতে শনির গোচর হবে। কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে ন্যায়দেবতা হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে রাশির জাতকরা যেমন কর্ম করেন, তাঁদের তেমনই ফল দেন শনি গ্রহ। যে গ্রহকে সবথেকে ঢিমেগতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। একটি রাশিচক্র পূর্ণ করতে প্রায় ৩০ বছর লাগে শনি গ্রহের। অর্থাৎ একটি রাশি থেকে অপর রাশিতে যেতে প্রায় আড়াই বছর লাগে।
2/5আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন। কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে বিশেষ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। যে রাজযোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। জীবনে সাফল্য মিলবে।
3/5বৃষ রাশি- শনির রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। শনি এবং শুক্রের মধ্যে মিত্রতা আছে। বৃষ রাশির দশম স্থানে শনির গোচর হবে। যা সুখ-সমৃদ্ধির স্থান বলে বিবেচনা করা হয়। তার ফলে বৃষ রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পদোন্নতির যোগ তৈরি হচ্ছে।
4/5তুলা রাশি- তুলা রাশির পঞ্চম স্থানে শনির গোচর হবে। তুলা রাশির চতুর্থ এবং পঞ্চম স্থানে গোচর হবে শনির। তার ফলে আপনার জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। ব্যবসায় মুনাফা বাড়বে। ব্যবসায় নয়া গতির সঞ্চার হবে।
5/5ধনু রাশি- ধনু রাশির দ্বিতীয় বা তৃতীয় স্থানে গোচর হবে শনির। আপনার রাশির তৃতীয় স্থানে শনির রাজযোগ তৈরি হবে। শনির গোচরের প্রভাবে ধনু রাশির জাতকদের সামনে যে সব বাধা ছিল, তা কেটে যাবে। শনির গোচরের প্রভাবে আকস্মিক অর্থলাভ হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। কঠিন কাজ শেষ করতে পারবেন।