জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২১ সালে বেশ কয়েকটি রাশির উপর শনির বিশেষ আশীর্বাদ থাকবে। জ্যোতিষ শাস্ত্রে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ বলা হয়। শনির অশুভ প্রভাব ব্যক্তির জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। অন্য দিকে শনির আশীর্বাদ পেলে ব্যক্তি রাজার হালে জীবন কাটায়।
চলতি বছর এই রাশির উপর শনি প্রসন্ন
২০২১ সালে বৃষ, বৃশ্চিক ও মীন রাশির উপর শনির বিশেষ আশীর্বাদ রয়েছে। এ বছর সমস্ত ধরণের সুখের অনুভব করবেন এই রাশির জাতকরা।
শনির আশীর্বাদ লাভের উপায়
চলতি বছর এই তিনটি রাশির উপর শনির শুভ দৃষ্টি থাকবে। তবে দশরথ রচিত শনি স্তোত্র পাঠ করলে সুফলে বৃদ্ধি সম্ভব। প্রচলিত ধারণা অনুযায়ী রাজা দশরথ এই উপায় শনিকে প্রসন্ন করেছিলেন।
দশরথ কৃত শনি স্তোত্র
নমঃ কৃষ্ণায় নীলায় শিতিকণ্ঠনিভায় চ।
নমঃ কালাগ্নিরূপায় কৃতান্তায় চ বৈ নমঃ।।
নমো নির্মাংস দেহায়য়, দীর্ঘশ্মশ্রুজটায় চ।
নমো বিশালনেত্রায় শুষ্কোদর ভয়াকৃতে।।
নমঃ পুষ্কলগাত্রায় স্থূলরোম্ণেথ বৈ নমঃ।
নমো দীর্ঘায়শুষ্কায় কালদষ্ট্র নমোস্তুতে।।
নমস্তে কোটরাক্ষায় দুর্নিরীক্ষ্যায় বৈ নমঃ।
নমো ঘোরায় রৌদ্রায় ভীষণায় কপালিনে।।
নমস্তে সর্বভক্ষায় বলীমুখায়নমোস্তুতে।
সূর্যপুত্র নমস্তেস্তু ভাস্ককে ভয়দায় চ।।
অধোদৃষ্টেঃ নমস্তেস্তু সংবর্তক নমোস্তুতে।
নমো মন্দগতে তুভ্যং নিরিস্ত্রণায় নমোস্তুতে।।
তপসা দগ্ধদেহায় যোগরতায় চ।
নমো নিত্যং ক্ষুধাতার্য অতৃপ্তায় চ বৈ নমঃ।।
জ্ঞানচক্ষুর্নমস্তেস্তু কশ্পপাত্মজ সূনবে।
তুষ্টো দদাসি বৈ রাজ্য রুষ্টো হরসি তৎক্ষণাৎ।।
দেবাসুরমনুষ্যাশ্চ সিদ্ধিবিদ্যাধরোরগাঃ।
ত্বচা বিলোকিতাঃ সর্বে নাশংয়ান্তি সমূলতঃ।।
প্রসাদ কুরু মে দেব বারাহোহমুপাগত।
এবং স্তুতস্তদ সৌরিগ্রহরাজো মহাবলঃ।