শনির খারাপ প্রভাবের ফলে ব্যক্তির শারীরিক ও মানসিক সংকট দূর হয়। তবে শাস্ত্রে বলা হচ্ছে, শনিদেবের কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁরা বিশেষভাবে লাভ পান শনিদেবের কৃপায়। শনি জয়ন্তীর সময়কালে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে শনি বিশেষ আশীর্বাদ করেন।
1/6বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব কর্মফলদাতা হিসাবে পরিগণিত করা হয়। শনিদেবকে ন্যায়ের দেবতা হিসাবে ধরা হয়। মনে করা হয়, ব্যক্তি যেমন কাদ করেন, সেই কাজ অনুযায়ী ব্যক্তিকে ফলদান করেন শনিদেব। তবে ঢাইয়া ও সাড়েসাতির সময় শনির ক্রুড় নজরের সামনেও পড়তে হয় ভক্তকে। (Freepik)
2/6শনির খারাপ প্রভাবের ফলে ব্যক্তির শারীরিক ও মানসিক সংকট দূর হয়। তবে শাস্ত্রে বলা হচ্ছে, শনিদেবের কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁরা বিশেষভাবে লাভ পান শনিদেবের কৃপায়। শনি জয়ন্তীর সময়কালে দেখে নেওয়া যাক কোন কোন রাশিতে শনি বিশেষ আশীর্বাদ করেন। (Freepik)
3/6বৃষ- এই রাশির স্বামীগ্রহ শুক্র হয়। তবে শনি এঁদের আশীর্বাদ করে থাকেন শুক্রের সঙ্গে শনির মিত্রতার কারণে। এঁরা প্রায়ই শনির কৃপায় কঠিন পরিস্থিতিতেও শুভ ফল পেয়ে যান। (Freepik)
4/6তুলা- বৈদিক জ্য়োতিষশাস্ত্র অনুসারে তুলা রাশিকে শনির প্রিয় রাশি বলে মনে করা হয়। এঁদের কোষ্ঠিতে শনি শুভ গ্রহের স্থানে বসে রয়েছেন। বেশিদিন ধরে এই রাশিকে কোনও কোষ্ট ভোগ করতে হয়না, শনির কৃপায়। (Freepik)
5/6মকর- মকর রাশি শনিদেবের প্রিয় রাশির তালিকায় রয়েছে। এই রাশির স্বামী স্বয়ং শনি। বহু যন্ত্রণা, সংকট থেকে সহজে এঁরা মুক্তি পেয়ে যান শনির কৃপায়। মান, সম্মান, আর্থিক লাভের ক্ষেত্রেও শনি এঁদের বেশ লাভ দিয়ে থাকেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস) (Freepik)
6/6কুম্ভ- শনিদেব কুম্ভ রাশির স্বামী গ্রহ। কুম্ভ রাশিতে সর্বদা শনি দেবের প্রভাব থাকে। এউ রাশিকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন শনিদেব। এই রাশির ভাগ্যে অর্থের অভাব কখনও হয় না বলে মত জ্যোতিষবিদদের। আর তার কারণ শনিদেবের কৃপা। কেরিয়ারের দিক থেকে এঁরা খুবই পরিশ্রমী। তাই এঁদের কেরিয়ারেও হয় উন্নতি। (এই তথ্য সাধারণ মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা) (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (Freepik)