বাংলা নিউজ > ভাগ্যলিপি > আগামী ৪ দিন এই রাশির জাতকদের সময় কাটবে খারাপ, হাত থেকে বেরিয়ে যাবে টাকা

আগামী ৪ দিন এই রাশির জাতকদের সময় কাটবে খারাপ, হাত থেকে বেরিয়ে যাবে টাকা

বছর প্রায় শেষ হতে চলেছে। তবে কয়েকটি রাশির জাতকদের আগামী চারদিন তেমন ভালো কাটবে না।

কয়েকটি রাশির জাতকদের আগামী চারদিন তেমন ভালো কাটবে না।

বছর প্রায় শেষ হতে চলেছে। তবে কয়েকটি রাশির জাতকদের আগামী চারদিন তেমন ভালো কাটবে না। সেইসময় হাত থেকে টাকা বেরিয়ে যাবে। সময় খারাপ কাটবে। একনজরে দেখে নিন, কোন কোন রাশির জাতকদের সময় খারাপ কাটবে -

কর্কট রাশি

১) আত্মবিশ্বাস কমে যাবে। শান্ত থাকতে হবে।

২) স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

৩) গচ্ছিত অর্থের পরিমাণ কমে যাবে। লেখালেখি, গবেষণা সংক্রান্ত কাজ থেকে হাতে টাকা আসতে পারে।

৪) বস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে।

৫) বাড়তি পরিশ্রম করতে হবে। 

৬) খরচ বাড়বে।

সিংহ রাশি

১) মনে নৈরাশ্য এবং অসন্তোষ থাকবে।

২) আত্মবিশ্বাস কম থাকবে।

৩) খরচ বাড়বে।

৪) গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য খরচ বাড়বে।

৫) চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি

১) কথাবার্তায় কঠোরতা থাকবে। সংযত থাকুন। 

২) পোশাকের প্রতি আগ্রহ বাড়বে।

৩) মায়ের সঙ্গে মতভেদ হতে পারে।

৪) জায়গা পরিবর্তনের সম্ভাবনা হবে।

৫) ধৈর্য কমে যেতে পারে। আত্মসংযম বজায় রাখুন।

৬) বেশি রাগ হতে পারে।

কুম্ভ রাশি

১) আত্মবিশ্বাস কম থাকবে। কিন্তু পরিবারের সহযোগিতা মিলবে।

২) খাবারের প্রতি আগ্রহ বাড়বে।

৩) শরীর খারাপ হতে পারে।

৪)  ইচ্ছার বিরুদ্ধে কর্মক্ষেত্রে কোনও কাজ করতে হতে পারে।

৫) কথাবার্তার ক্ষেত্রে সংযম বজায় রাখতে হবে। 

৬) খরচ বেড়ে যাবে।

৭) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান। নাহলে বৈবাহিক জীবনে সমস্যার মুখে পড়বেন।

বন্ধ করুন