এই ৩ রাশির উপর আছে বুধ ও শুক্রর আশীর্বাদ, প্রচুর টাকা আসবে হাতে
১ মিনিটে পড়ুন . Updated: 15 Oct 2021, 06:16 PM IST- বর্তমানে কয়েকটি রাশির জাতকদের উপর বুধ ও শুক্রের আশীর্বাদ আছে।
বর্তমানে কয়েকটি রাশির জাতকদের উপর বুধ ও শুক্রের আশীর্বাদ আছে। জ্যোতিষশাস্ত্রে এমনটাই জানানো হয়েছে।
জ্যোতিষশাস্ত্রে শুক্রের বিশেষ স্থান আছে। শুক্রকে সুখ, বৈবাহিক সুখ, ভোট-বিলাস, শিল্প, প্রতিভা, সৌন্দর্য, ভালোবাসার কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বুধকে বুদ্ধি, চাতুর্য, সংবাদ, তর্কের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। সূর্য এবং শুক্র হলেন বুধের মিত্র। চাঁদ ও মঙ্গল হল শুত্রু। একনদরে দেখে নিন, বর্তমানে কোন কোন রাশির জাতকদের উপর সহানুভূতিশীল আছেন বুধ এবং শুক্র -
বৃশ্চিক রাশি
১) বৃশ্চিক রাশির জাতকদের উপর বুধ ও শুক্র গ্রহের বিশেষ আশীর্বাদ আছে।
২) আর্থিক অবস্থা শক্তিশালী হবে।
৩) দাম্পত্য জীবন সুখী হবে।
৪) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।
৫) ধার্মিক এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন।
৬) যে কোনও কাজে সাফল্য পাবেন।
৭) চাকরি এবং ব্যবসার জন্য দুর্দান্ত সময়।
ধনু রাশি
১) ধনু রাশির জাতকদের জন্য সময় শুভ হবে।
২) অর্থ লাভ হবে। যাতে আর্থিক অবস্থা মজবুত হবে।
৩) মান-সম্মান বাড়বে।
৪) আপনি যে কাজ করেছেন, তা প্রশংসা আদায় করে নেবে।
৫) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।
৬) স্বাস্থ্যের লাভ হবে।
মীন রাশি
১) মীন রাশির জাতকদের জন্য দুর্দান্ত সময় কাটবে।
২) বুধ এবং শুক্রদেবের বিশেষ কৃপা লাভ করবেন।
৩) অর্থ সংক্রান্ত যে সমস্যা আছে, তা থেকে মুক্তি পাবেন।
৪) শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য ভালো সময়।
৫) কাজে সফল হওয়ার জন্য বাড়তি পরিশ্রম করতে হবে না।
৬) বৈবাহিক জীবন সুখময় হবে।