ধনু- পছন্দমতো কেরিয়ার পাওয়ায় স্বস্তি অনুভব করবেন। সুখ-সুবিধার বস্তু ক্রয় করবেন, যার ফলে পরিবারে আনন্দ থাকবে। দীর্ঘদিন ধরে রোজগারের খোঁজে থাকলে, এ সপ্তাহে সেই খোঁজ সমাপ্ত হবে। ব্যবসায়ীদের জন্য সময় লাভজনক।
মকর- বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। অতীতের লগ্নির ফলে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। বাণী ও ব্যবহারের কারণে কেরিয়ার ও ব্যবসায় ইচ্ছামতো উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ- প্রেম জীবনে মাধুর্য আসবে। জমি-বাড়ির সমস্যা চিন্তিত করে তুলবে, তবে ভেবেচিন্তে তার সমাধান করুন। আয়ের সঙ্গে জড়িত সমস্ত সমস্যা দূর হবে। আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে। অতীতের লগ্নির ফলে লাভ হতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।
মীন- সপ্তাহের শুরুতে ব্যবসায় ওঠানামা থাকবে। প্রেম সম্পর্কে বিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকুন। পরিকল্পনা কার্যকরী করার আগে কাউকে জানাবেন না। সমস্যা বাড়তে পারে।