বাংলা নিউজ > ভাগ্যলিপি > ২০২২ সালে এই ৪ রাশির জাতকদের উপর থাকবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, সাফল্য মিলবে ব্যবসা, চাকরিতে

২০২২ সালে এই ৪ রাশির জাতকদের উপর থাকবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, সাফল্য মিলবে ব্যবসা, চাকরিতে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কয়েকটি রাশির জাতকদের জন্য আগামী বছর অত্যন্ত ভালো কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সেই তালিকায় আপনিও আছেন কিনা, তা দেখে নিন একনজরে।

কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ২০২২ সাল। প্রত্যেকেই চান যে নয়া বছর আরও ভালোভাবে কাটুক। জীবনের সব সমস্যা মিটে যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কয়েকটি রাশির জাতকদের জন্য আগামী বছর অত্যন্ত ভালো কাটবে। তাঁদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। সেই তালিকায় আপনিও আছেন কিনা, তা দেখে নিন একনজরে -

মেষ রাশি

১) মেষ রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে।

২) চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির জাতকদের নয়া বছর দুর্দান্ত কাটবে। 

৩) আর্থিক অবস্থা ভালো হবে। 

৪) লেনদেনের জন্য নয়া বছর অত্যন্ত ভালো হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন।

৫) নয়া বছরে নতুন কাজ শুরু করতে পারেন।

৬) খরচ কমে যাবে।

সিংহ রাশি

১) সিংহ রাশির জাতকদের ২০২২ সাল অত্যন্ত শুভ কাটবে।

২) দেবী লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত আটকে থাকা কাজ পূর্ণ হবে।

৩) আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হয়ে যাবে।

৪) লেনদেনের জন্য আগামী বছর অত্যন্ত শুভ থাকবে।

৫) আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

৬) নয়া বছরে বাড়ি বা গাড়ি কিনতে পারেন। 

বৃশ্চিক রাশি

১) আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্য ২০২২ সাল অত্যন্ত শুভ থাকবে।

২) ব্যবসার ক্ষেত্রে সময় অত্যন্ত ভালো কাটবে।

৩) অর্থ লাভ হবে।

৪) দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। 

৫) ২০২২ সালে বৃশ্চিক রাশির জাতকরা নয়া কাজ শুরু করতে পারবেন।

৬) নয়া গাড়ি কিনতে পারবেন। 

মীন রাশি

১) আর্থিক দিক থেকে মীন রাশির জাতকদের সময় খুব ভালো কাটবে। আর্থিক অবস্থা মজবুত হবে।

২) লেনদেনের জন্য ভালো সময়।

৩) দেবী লক্ষ্মীর আশীর্বাদে হাতে টাকা আসবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।

৪) মীন রাশির জাতকদের জন্য ২০২২ সাল অত্যন্ত শুভ হতে চলেছে। 

৫) বিনিয়োগ করলে লাভবান হবেন।

ভাগ্যলিপি খবর

Latest News

বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন মশা মারতে কামান দাগল ইংল্যান্ড, পাক সফরের শক্তিশালী টেস্ট স্কোয়াডে ফিরলেন স্টোকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.