ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন আশাকর্মীরা। কিন্তু, তাদের দাবি পূরণ করেনি রাজ্য সরকার। তাই এবার একেবারে কাজ বন্ধ করে দিয়ে কর্মবিরতি শুরু করে দিলেন আশাকর্মীরা। আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আশাকর্মীরা কর্মবিরতি শুরু করেছেন। তাদের বক্তব্য, দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
আরও পড়ুন: সামান্য টাকা দিয়ে সব ধরনের কাজ, ভোটের ডিউটি না করার হুঁশিয়ারি আশা কর্মীদের
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে বৃহস্পতিবার ব্লক থেকে শুরু করে মহকুমা, জেলা স্তরে নোটিশ দিয়ে আশাকর্মীরা কর্মবিরতির কথা জানিয়েছেন। উল্লেখ্য, এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৫০ হাজার আশাকর্মী। ফলে এত সংখ্যক আশাকর্মী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্য সরকার। সাধারণত আশাকর্মীরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকেন। যারমধ্যে হল মা, প্রসূতি, শিশুদের স্বাস্থ্য দেখভালের পরিষেবা রয়েছে। এছাড়াও গ্রাম্য এলাকায় জনগণের অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এত সংখ্যক আশাকর্মী কর্মবিরতি শুরু করার ফলে এই সমস্ত পরিষেবা ধাক্কা খাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।
কী দাবি আশা কর্মীদের?
তাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে প্রসূতি, মা শিশু এবং গ্রামীণ মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে আসছেন। শুধু তাই নয়, এই সমস্ত পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের অতিরিক্ত কাজ করতে হয়। অথচ সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও অতিরিক্ত কাদের জন্য তাদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হয় না। নাম মাত্র ভাতার বিনিময়ে তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। এছাড়াও যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে না। এ নিয়ে সরকারের কাছে বহুবার অভিযোগ জানিয়েছেন আশা কর্মীরা। কিন্তু প্রতিবারই তাদের সেই দাবি অগ্রাহ্য করা হয়েছে। তাই এবার তারা বৃহত্তর আন্দোলনে নামলেন। আশা কর্মীদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই অবস্থায় আশাকর্মীদের দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার।