বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Road Accident: সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, মালদায় মর্মান্তিক দুর্ঘটনা

Road Accident: সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, মালদায় মর্মান্তিক দুর্ঘটনা

পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তি

এই পথ দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি সবজি বিক্রেতাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদার চাঁচল থানার পুলিশ। পলাতক বাস চালকের খোঁজ শুরু হয়েছে।

আজ, রবিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মালদায়। সেখানে বেপরোয়া গতির সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহী। এই ঘটনায় জোর শোরগোল পড়ে গিয়েছে। বারবার এভাবে কেন পথ দুর্ঘটনা ঘটছে?‌ তা নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। এই ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল–আশাপুর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায়।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম বেলাল হোসেন (‌৪৫)‌। তিনি চাঁচল থানার অন্তর্গত গলিমপুর এলাকার বাসিন্দা। এখানে পেশায় সবজি বিক্রেতা ছিলেন তিনি। তাই রোজকার মতোই আজও সাইকেল নিয়ে চাঁচলের সবজি বাজারের দিকে রওনা হয়েছিলেন। কিন্তু সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ঠিক কী ঘটেছে মালদায়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ, রবিবার সকাল ৮টা নাগাদ চাঁচলের হাসপাতাল‌ মোড়ে একটি সরকারি বাস বেপরোয়া গতিতে এসে হঠাৎ এই পিছন থেকে সাইকেলে ধাক্কা মারে। তখন রাস্তার উপরেই ছিটকে পড়েন ওই সবজি বিক্রেতা। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই বাস ছেড়ে চম্পট দেয় চালক। তাকে ধরা যায়নি।

তারপর ঠিক কী ঘটল?‌ এই পথ দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি সবজি বিক্রেতাকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদার চাঁচল থানার পুলিশ। পলাতক বাস চালকের খোঁজ শুরু হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচল ডিপোর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

বন্ধ করুন