বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Agnimitra Paul: বেহাল অবস্থা আসানসোলের একটি স্কুলের, আচমকা পরিদর্শন করলেন অগ্নিমিত্রা

Agnimitra Paul: বেহাল অবস্থা আসানসোলের একটি স্কুলের, আচমকা পরিদর্শন করলেন অগ্নিমিত্রা

আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। (ফাইল ছবি) (PTI)

বাংলা সাল ১৩৯১ তৈরি হওয়া এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি আসানসোল পুরনিগমের অধীনে। এই স্কুলে বড় বড় জানলা থাকলেও পোকামাকড় এবং সাপের উপদ্রব থাকায় খোলা যায় না। তাছাড়া মিড ডে মিলের ব্যবস্থা থাকলেও তা নির্দিষ্ট সময়ে তা পায়না ছাত্রছাত্রীরা।

আসানসোলের একটি স্কুলের বেহাল দশা। বাথরুম থাকলেও পর্যাপ্ত জল নেই, পাখা থাকলেও বিদ্যুতের বিলের কারণে তীব্র গরমের সময়ও তা ব্যবহার করা যায় না। এমনকি স্কুলের আশেপাশে জঙ্গলে ভরে যাওয়ায় মশা, পোকামাকড়, সাপের উপদ্রবের কারণে জানালাও খোলা যায় না। এমন অভিযোগ পেয়ে গতকাল আচমকা ওই স্কুল পরিদর্শন করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। তাঁর অভিযোগ, স্কুল ফান্ডে যে টাকা আসে সেটা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা পকেটে রেখে দেন। তার জন্যই স্কুলের এই অবস্থা।

বাংলা সাল ১৩৯১ তৈরি হওয়া এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি আসানসোল পুরনিগমের অধীনে। এই স্কুলে বড় বড় জানলা থাকলেও পোকামাকড় এবং সাপের উপদ্রব থাকায় খোলা যায় না। তাছাড়া মিড ডে মিলের ব্যবস্থা থাকলেও তা নির্দিষ্ট সময় তা পায় না ছাত্রছাত্রীরা। কারণ সেখানে গ্যাস নেই। পাশাপশি, বর্ষার সময়ও ছাদ থেকে চুঁইয়ে জল পড়ে। অগ্রিমিত্রা পাল জানান, এই সমস্ত অভিযোগগুলি পাওয়ার পরেই তিনি স্কুল পরিদর্শন করেন। এর জন্য তিনি জেলা প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দায়ী করেছেন। একই সঙ্গে স্কুলের ফান্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। এর ভিত্তিতে বিধানসভায় তিনি সরব হবেন বলে জানিয়েছেন।

তবে অগ্নিমিত্র পাল এই সমস্ত অভিযোগ তুললেও তা অবশ্য মানতে রাজি নন পুরসভার প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর সমিত মাজি। তিনি বলেন, স্কুলটির অবস্থা মোটে খারাপ নয়। স্কুলে পানীয় জল থেকে শুরু করে বাথরুমে জলের ব্যবস্থা রয়েছে, বালতি রাখা রয়েছে। বিদ্যুতেও কোনও সমস্যা নেই। নিয়মিত মিড ডে মিলও পায় ছাত্র-ছাত্রীরা। জঙ্গলও নিয়মিত পরিষ্কার করা হয়। এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে পাল্টা তিনি অগ্নিমিত্রার বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, সামনে লোকসভা নির্বাচন তাই হাওয়া গরম করার জন্য তিনি স্কুল পরিদর্শন করেছিলেন।

বন্ধ করুন