বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Alipurduar: কালজানি নদীতে লাল সতর্কতা, গেট লিক করে আলিপুরদুয়ার শহরে জল

Alipurduar: কালজানি নদীতে লাল সতর্কতা, গেট লিক করে আলিপুরদুয়ার শহরে জল

আলিপুরদুয়ার শহরে কলও জলের তলায়।

প্রতি বছর বর্ষা এলেই বন্যার আতঙ্ক চেপে বসে আলিপুরদুয়ারের বাসিন্দাদের মধ্য়ে। পাশের জেলা কোচবিহারেও পরিস্থিতি ক্রমে বিগড়ে যাচ্ছে।

টানা বৃষ্টি। তার মধ্যে ভয়াবহ বিপত্তি আলিপুরদুয়ার শহরে। সূত্রের খবর আলিপুরদুয়ার শহরের ১১ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট লিক করে আচমকাই জল ঢুকতে শুরু করে। একেবারে শহরের মধ্যে জল ঢুকতে শুরু করায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দানা বাধে। এদিকে কিছুদিন আগে ৮ নম্বর ওয়ার্ডে অপর একটি স্লুইস গেট লিক করে জল ঢুকছিল। তবে শনিবার শহরে জল ঢোকার খবর পেয়েই প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। 

এসবের মধ্যে আলিপুরদুয়ারের জন্য আরও বিপদের বার্তা। আলিপুরদুয়ার শহর সংলগ্ন কালজানি নদীতে জারি হল লাল সতর্কতা। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। শনিবার ভোর থেকেই কালজানি নদীর জল ক্রমে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১০২.৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

এবার শহরের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকতে শুরু করেছে। বিদ্যাসাগর পল্লিতে একেবারে কোমর সমান জল। শহরের ১, ৫, ৮, ১৫, ২০ সহ বিভিন্ন ওয়ার্ডের একাংশে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে। এদিকে বৃষ্টির জেরে আলিপুরদুয়ার-ফালাকাটা রাস্তার চরতোর্সা ডাইভারশন মেরামতির কাজ এদিন ব্যহত হয়। বিভিন্ন এলাকায় চাষের জমিতেও জল ঢুকে পড়েছে। তবে প্রশাসন দ্রুত জলবন্দি মানুষদের উদ্ধারের আশ্বাস দিয়েছে।

বন্ধ করুন