বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Argument over land dispute: গাছ কাটাকে কেন্দ্র করে ঝামেলা, বউদিকে ছুরি দিয়ে আঘাত করল দেওর, আহত ৪

Argument over land dispute: গাছ কাটাকে কেন্দ্র করে ঝামেলা, বউদিকে ছুরি দিয়ে আঘাত করল দেওর, আহত ৪

হাসনাবাদ থানা।

মণ্ডল পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে ২০ বছর ধরে। তাদের মধ্যে অশান্তি মূলত গাছ কাটাকে কেন্দ্র করে। অভিযোগ, সরস্বতী মণ্ডল ইন্দ্রজিৎ মণ্ডলের জমিতে গাছ লাগিয়েছিলেন। তা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার সকালে সেই গাছ কাটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা চরমে ওঠে।

জমি নিয়ে বিবাদ। তার জেরে বউদিকে ছুরি মারল দেওর। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার উত্তর কোনানগর গ্রামে। পাশাপাশি পরিবারের আরও ৪ সদস্য আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়িয়েছে এলাকায়। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। গৃহবধূর নাম সরস্বতী মণ্ডল। তার দেওর ইন্দ্রজিৎ মণ্ডলের বিরুদ্ধে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণ্ডল পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে ২০ বছর ধরে। তাদের মধ্যে অশান্তি মূলত গাছ কাটাকে কেন্দ্র করে। অভিযোগ, সরস্বতী মণ্ডল ইন্দ্রজিৎ মণ্ডলের জমিতে গাছ লাগিয়েছিলেন। তা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার সকালে সেই গাছ কাটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা চরমে ওঠে। তখন ইন্দ্রজিৎ ছুরি নিয়ে সরস্বতীর উপর হামলা চালায়। এদিকে, স্ত্রীর উপর হামলা হতে দেখে সরস্বতীকে বাঁচাতে যান স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল এবং মঙ্গল নামে তাঁর এক আত্মীয়। তখন তাদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ইন্দ্রজিৎ এবং তার ছেলে অভিজিৎ মণ্ডল। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামবাসীরা সেখানে চলে আসেন। তারা প্রথমে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আহতদের আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। একদিকে, যেমন ইন্দ্রজিৎ মণ্ডল এই ঘটনার জন্য নিজের দাদার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তেমনি পালটা অভিযোগ তুলেছেন তার দাদা মৃত্যুঞ্জয় মণ্ডল। ঘটনায় সকল পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, জমি নিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে বিবাদ লেগে থাকত। এর আগেও ওই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি গ্রামবাসীরা মিটমাটের চেষ্টা করেছেন। তারপরেও কোনও সুরাহা হয়নি। তবে এদিন দুই পরিবারের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন