বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সংগঠনে বিন্দুমাত্র প্রভাব পড়বে না, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে বললেন কাজল শেখ

সংগঠনে বিন্দুমাত্র প্রভাব পড়বে না, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে বললেন কাজল শেখ

তৃণমূল নেতা কাজল শেখ

কাজল শেখ এদিন বলেন, ‘অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় বীরভূমের রাজনীতিতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না। বীরভূমে যে কোর কমিটি রয়েছে তারা দল পরিচালনা করবে। তৃ

অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যাওয়ায় বীরভূমের রাজনীতিতে তার কোনও প্রভাব পড়বে না। এমনই বললেন, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনও দল থাকবে না।

গরুপাচারকাণ্ডের তদন্তে মঙ্গলবারই অনুব্রতকে আসানসোল জেল থেকে দিল্লিতে নিয়ে গিয়েছে পুলিশ। আপাতত ১০ মার্চ পর্যন্ত ED হেফাজতে থাকবেন তিনি। তার পর তাঁকে জেল হেফাজতে পাঠাতে পারে আদালত। সেক্ষেত্রে অনুব্রতর ঠিকানা হবে দিল্লির তিহাড় জেল। অনুব্রতর এই প্রবাসের ফলে বীরভূম ও লাগোয়া এলাকায় তৃণমূলের ভোটের ফলে প্রভাব পড়তে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে দলেরই অন্দরে। 

সেই গুঞ্জন খারিজ করে কাজল শেখ এদিন বলেন, ‘অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় বীরভূমের রাজনীতিতে বিন্দুমাত্র প্রভাব পড়বে না। বীরভূমে যে কোর কমিটি রয়েছে তারা দল পরিচালনা করবে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জেলার অবজারভার হবেন বলে জানিয়েছেন।’

বলে রাখি, বীরভূমের রাজনীতিতে অনুব্রতর বিপরীত গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ। যার জেরে দীর্ঘদিন দলে কোণঠাসা ছিলেন তিনি। কেষ্টর গ্রেফতারির পর সম্প্রতি বীরভূমে গিয়ে দলের কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠাঁই হয় কাজল শেখের।

 

বন্ধ করুন