বাঁকুড়ায় বিজেপির বিদ্রোহ কি এবার ছড়াল পড়শি সাংগঠনিক জেলা বিষ্ণুপুরেও। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গাজলঘাঁটির বিস্তীর্ণ এলাকায় ‘সৌমিত্র খাঁ চোর’ পোস্টার দেখা যায়। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দের জেরে পড়েছে এই পোস্টার। আবার বিজেপির দাবি, এটা তৃণমূলের কাজ।
বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর এলাকায় বিভিন্ন জায়গায় সাদা কাগজে কালো কালি দিয়ে ছাপানো পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, ‘চোর সৌমিত্র খাঁ চরিত্রহীন MP দূর হঠো’। এমনকী পোস্টারে সাংসদের বিরুদ্ধে বিধানসভার টিকিট বিক্রির অভিযোগও আনা হয়েছে। তবে পোস্টার কারা মেরেছে তার কোনও উল্লেখ নেই।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, ‘গঙ্গাজলঘাঁটিতে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়েছে বলে শুনেছি। যত দিন যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে আসছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ওরা নিজেরাই মারামারি করে মরে যাবে।’ পালটা বিজেপি নেতা আশিস ঘোষের দাবি, লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এসব খেলায় নেমেছে বিজেপি। দলে গোষ্ঠীদ্বন্দ থাকতেই পারে। কিন্তু তাই বলে বিজেপির কেউ পোস্টার মারতে যাবে না। এটা তৃণমূলেরই কাজ। সাধারণ জনগণ ও বিজেপি কর্মীদের বিভ্রান্ত করতে রাতের অন্ধকারে তারাই পোস্টার মেরেছে। এব্যাপারে সৌমিত্র খাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বলে রাখি, গত কয়েক মাস ধরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত হয়ে রয়েছে লাগোয়া বাঁকুড়া সাংগঠনিক জেলা। সেখানে সাংসদ সুভাষ সরকার ও জেলা সভাপতিকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গত সপ্তাহে তাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানও দেন দলীয় কর্মীদেরই একাংশ।