রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম তুলেছে তৃণমূল। এই অভিযোগে দীর্ঘদিন সরব বিজেপি। সেই অভিযোগ যে একেবারে অমূলক নয় তা ফের স্পষ্ট হল তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যানের বক্তব্যে। হাবরা ১ নম্বর ব্লকের পৃথিবা এলাকায় এক সভায় তাঁকে বলতে শোনা যায়, লোকসভা নির্বাচনের আগে দ্রুত বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। একটা ভোটও বাইরে থাকুক এটা আমরা চাই না।
বৃহস্পতিবার পৃথিবায় হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেনের দলীয় কার্যালয়ে স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দোস্তিদারের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান তৃণমূলের করেন বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস। সেখানে তিনি বলেন, ‘জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিংকটা ভালো করতে পারেন। যদি লিংকে কোনও সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তোলার কোনও সমস্যা হয়। জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই এই অফিসে এসে যোগাযোগ করবেন। এই কাজটা অতি দ্রুত করবেন। কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। সবাই ভোটাধিকারের আওতায় আসুক। সবাই সক্রিয় হয়ে এই কাজটা করুক’।
ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম তুলতে তৃণমূল নেত্রীর এই নির্দেশের ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। এই নিয়ে সাফাই দিতে গিয়ে জাকির হোসেন বলেন, ‘উনি এখানে বাংলাদেশি বলতে যাদের নাম ভোটার লিস্টে ছিল কিন্তু বাদ পড়েছে তাদের কথা বলেছেন।’
বলে রাখি, তৃণমূলের বিরুদ্ধে বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ নতুন নয়। এমনকী তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভানেত্রী তথা বনগাঁ দক্ষিণ কেন্দ্রে দলের প্রার্থী আলোরানি সরকারকে বাংলাদেশিে বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট।