বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এক দশক আগের খুনের বদলা নিতে খুন হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতা, দাবি পুলিশের

এক দশক আগের খুনের বদলা নিতে খুন হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতা, দাবি পুলিশের

ঘটনাস্থল থেকে চামচিতে করে রক্তের নমুনা সংগ্রহ করছে পুলিশ। 

তদন্তকারীদের অনুমান, সেই খুনের বদলা নিতেই সুপারি কিলার দিয়ে সাধন মণ্ডলকে খুন করা হয়েছে। সঙ্গে এলাকারই কারও রাজনৈতিক মদত থাকতে পারে।

খুনের বদলা নিতেই খুন করা হয়েছে বিষ্ণপুরের তৃণমূল নেতা সাধন মণ্ডলকে। প্রাথমিক তদন্তের পর এমনই দাবি পুলিশের। সুপারি কিলার লাগিয়ে আঁধারমানিক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ৯টা নাগাদ চায়ের দোকানে গুলি করে খুন করা হয় সাধন মণ্ডলকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন ১০ বছর আগে ২০১৩ সালে এলাকায় এক যুবককে পিটিয়ে মারা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম ছিল সাধন মণ্ডলের। পুলিশ তাঁকে গ্রেফতারও করে। বেশ কয়েক মাস পর জামিন পান তিনি। জেল থেকে বেরিয়ে তৃণমূলে প্রতিপত্তি বাড়তে থাকে তাঁর।

তদন্তকারীদের অনুমান, সেই খুনের বদলা নিতেই সুপারি কিলার দিয়ে সাধন মণ্ডলকে খুন করা হয়েছে। সঙ্গে এলাকারই কারও রাজনৈতিক মদত থাকতে পারে।

যদিও তৃণমূলের দাবি, সাধন মণ্ডলকে সিপিএম ও বিজেপি হাত মিলিয়ে মেরেছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে জানানো হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেই খুন হয়েছেন সাধন।

 

বন্ধ করুন