কল্যাণীর হোটেলে পাওয়া গেল বিজেপির সদ্যনিযুক্ত মণ্ডল সভাপতির দেহ। ঘর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মদের বোতল। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধনেখালি বিধানসভা এলাকার গুড়াপে। নিহত সুদীপ ঘোষ দিন কয়েক আগেই ধনেখালি ২ নম্বর মণ্ডলের সভাপতি নিযুক্ত হয়েছিলেন। তাঁর দেহের ময়নাতদন্ত হচ্ছে JNM মেডিক্যাল কলেজে।
পঞ্চায়েত ভোটের পর ধনেখালি ২ নম্বর মণ্ডলের সভাপতি নিযুক্ত হন সুদীপবাবু। তার পর থেকে দলের কাজে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। শনিবার সকালে লাগোয়া জেলা নদিয়ার কল্যাণীর হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ প্রথমে দেখতে পান হোটেলের কর্মীরাই। বলে রাখি, কল্যাণী থেকে গুড়াপের সড়ক পথে দূরত্ব জোর হলে ঘণ্টাখানেকের। এতটুকু দূরত্বে বাড়ি থেকে এসে কেন তিনি রাত্রিবাস করছিলেন তাও প্রশ্নের। হোটেলের ঘর থেকে বেশ কিছু মদের বোতল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে কল্যাণী থানায় পৌঁছয় বিজেপির হুগলি জেলা নেতৃত্ব। পৌঁছন সুদীপবাবুর পরিজনরা। বিজেপির দাবি, এই মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। এর আগে মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন সুদীপবাবু। সেখান থেকে সভাপতি করায় তাঁকে নিশানা করা হতে পারে বলে মনে করছেন অনেকে।