আজ, শুক্রবার হলদিয়ার সভামঞ্চ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন তিনি। একইসঙ্গে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী বলেও দাবি করেন। বাংলার মানুষ তাঁকে এবার ভোট দেবেন বলেও এদিন দাবি করেছেন শুভেন্দু অধিকারী। হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী এদিন সভা করলেন। বীর বিপ্লবী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের আজ জন্মদিন। তাই এই সভার আয়োজন করা হয়। লোকসভা নির্বাচনের আগে এই মাঠেই নরেন্দ্র মোদী প্রচার সভা করবেন বলে ঘোষণা করে দিলেন শুভেন্দু।
এদিন সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন শুভেন্দু। তিনি বলেন, ‘সেদিন সভামঞ্চ থেকে নতুন বার্তা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভায় থাকবেন। সেদিন নতুন পিকচার দেখাব। পাঁচ লক্ষ মানুষ সেই সভায় উপস্থিত থাকবেন। লোকসভা ভোটের আগে হলদিয়ায় সভা করবেন নরেন্দ্র মোদী’ এদিন জোর গলায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এত আগে থেকে প্রধানমন্ত্রীর সফরসূচি তিনি বলে দিলেন কেমন করে? আজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী ২০ তারিখ বিধানসভায় মমতাকে তাড়াব। আপনারা দেখে নেবেন।’ এমন মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে।
এদিকে শুভেন্দু অধিকারীর গলায় রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী দেশে একের পর এক প্রকল্প চালু করে করেছেন। বাংলায় সেই সব প্রকল্পের টাকা চুরি হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রীরা চুরি করেছেন। রেশনের চাল, গম, আটা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছেন। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে হারিয়েছিলেন। এবার লোকসভা ভোটেও হারাতে হবে। বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় আরও সংগঠিত হয়ে প্রচার চালাবে।’ শনিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: মৎস্যজীবীকে টেনে নিয়ে জঙ্গলে গেল বাঘ, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু
অন্যদিকে আগামী ২৪ ডিসেম্বর কলকাতা যাওয়ার আহ্বান করেছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ মানুষ গীতাপাঠ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শঙ্করাচার্য উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানে সাধারণ মানুষকেও সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাস–ট্রেনের ব্যবস্থা থাকবে জেলা থেকে বলেই দাবি করছেন বিরোধী দলনেতা।