বিধায়ক নিরুদ্দেশ! বিধায়ককে খুঁজে দিলেই ফ্রিতে সেলফি। বিধায়ক তুমি কোথায়? এমন সব কথা লিখে এবার পোস্টার পড়ল খড়গপুরে। কারণ এলাকায় দেখা নেই বিধায়ক হিরণের৷ আর তাই খড়্গপুর শহরের তালবগিচা এলাকায় একাধিক পোস্টার পড়ল বিজেপি বিধায়কের নামে৷ তৃণমূল কংগ্রেসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একমাসেরও বেশি সময় খড়্গপুরে দেখা যায়নি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের৷ যদিও এই অভিযোগকে তৃণমূল কংগ্রেসের অপপ্রচার বলেই দাবি করেছেন খড়্গপুর সদরের বিধায়কের৷
একুশের নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হন অভিনেতা হিরণ৷ ভোটের পরে খড়্গপুরে বেশি সময় কাটানোর বলেছিলেন তিনি৷ সেখানে বাজারে এসে এমন পোস্টার দেখে মানুষ ভাবছেন এ আবার কী! বিধায়কই নিরুদ্দেশ। খড়্গপুর শহরে বেশকিছু এলাকা কন্টেইনমেন্ট জোন রয়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় বিধায়কের কোনেও দেখা নেই। কোথায় বিধায়ক খুঁজছেন খড়্গপুর শহরের মানুষজন। কার্যত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরের তাল বাগিচা এলাকায়। কোনও পোস্টারে অভিযোগ করা হয়েছে, বিধায়ক নিরুদ্ধেশ, খুঁজে পেতে সাহায্য করুন৷ আবার কোনও পোস্টারে কটাক্ষ করা হয়েছে, নিখোঁজ বিধায়ককে খুঁজে দিতে পারলে তাঁর সঙ্গেই সেলফি তোলার সুযোগ মিলবে৷
এই বিষয়ে খড়্গপুর শহরের যুব তৃণমূল সভাপতি অসিত পাল বলেন, ‘পোস্টার আমরা লাগায়নি। আমরাও এটা দেখলাম৷ কারা পোস্টার লাগিয়েছে আমরা জানি না৷ খড়্গপুরের পাঁচটি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন ঘোষণা হলেও আজ প্রায় কুড়ি দিন তাঁর দেখা পাচ্ছেন না সাধারণ মানুষ৷ বিধায়কের থেকে কোনও সার্টিফিকেট প্রয়োজন হলেও মানুষ পাচ্ছে না৷’
যদিও বিধায়ক হিরণের পাল্টা দাবি, বিধানসভার অধিবেশন চলায় তিনি খড়্গপুরের বাইরে রয়েছেন৷ তাঁর অভিযোগ, ‘আমি বিধায়ক হওয়ায় ওদের কারচুপি, দুর্নীতি করতে অসুবিধে হচ্ছে৷ তাই আমার অনুপস্থিতিতে অপপ্রচার চালাচ্ছে।’ বিজেপি নেতাদের বক্তব্য, ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস অপপ্রচার চালাচ্ছেন। বিধায়ক খড়্গপুরে নেই অবশ্যই। কিন্তু এলে উনি খড়গপুরেই থাকেন মানুষের কথা শোনেন।