বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদার বিজেপি বিধায়কের গাড়িতে আবার ধাক্কা, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

মালদার বিজেপি বিধায়কের গাড়িতে আবার ধাক্কা, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তিনি। এক মাসের ব্যবধানে পর পর দু’বার দুর্ঘটনার কবলে পড়ল বিধায়কের গাড়ি। ঠিক কী বলছেন বিধায়ক?‌ এই পথ দুর্ঘটনার পিছনে রাজনীতি আছে বলে তিনি মনে করেন। রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা পাল্টা দাবি করে তৃণমূল।

আবার পথ দুর্ঘটনার কবলে পড়ল ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। বৃহস্পতিবার বেশি রাতে মানিকচক থেকে মালদা শহরে ঢোকার মুখে ইংরেজবাজারে চন্দন পার্ক এলাকায় বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি কালো কালারের স্করপিও। বিজেপি বিধায়কের দাবি, ওই গাড়িতে ছিলেন অমৃতি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিকেত রায়। এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি বিধায়ক ইংরেজবাজার থানায়। বিজেপি বিধায়ক অল্পের জন্য রক্ষা পেলেও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে অক্টোবর মাসের শেষেও পথ দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। সেই দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল বলে দাবি বিজেপি বিধায়কের। ওই ঘটনায় মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি। দু’‌জনকে আটক করে পুলিশ। সেটাও বেশি রাতের ঘটনা। দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক। তাতে বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা দাবি করে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে। ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তিনি। এক মাসের ব্যবধানে পর পর দু’বার দুর্ঘটনার কবলে পড়ল বিধায়কের গাড়ি। ঠিক কী বলছেন বিধায়ক?‌ এই পথ দুর্ঘটনার পিছনে রাজনীতি আছে বলে তিনি মনে করেন। শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, ‘‌গতকাল রাতে মানিকচকের দিকে থেকে ইংরেজবাজারের দিকে আসছিলাম। হঠাৎ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটি কালো রঙের স্করপিও গাড়ি আমার গাড়িকে বিপরীত দিক থেকে আঘাত করে। তাতে গাড়ির ডানদিক ভেঙে যায়। গাড়ি থেকে নেমে খোঁজ নিয়ে দেখতে পেলাম, গাড়িতে লাগানো রয়েছে একটি নীল রঙের বোর্ড। তাতে লেখা রয়েছে–তৃণমূল চেয়ারম্য়ান। খোঁজ নিয়ে জানতে পারলাম, গাড়িতে যিনি ছিলেন, তিনি ইংরেজবাজার কেন্দ্রের অমৃতি জিপি’‌র তৃণমূল যুব কংগ্রেসের চেয়ারম্যান। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এটা দ্বিতীয়বার আমার গাড়িতে হল।’‌

আরও পড়ুন:‌ ‘‌ভাইপোকে দায়িত্ব দিয়ে রিজাইন করুন’‌, মুখ্যমন্ত্রী পদে অভিষেককে চাইলেন দিলীপ

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ ওই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, ‘‌বিষয়টি আজ শুনলাম। হয়তো সামান্য ধাক্কা লেগেছে। সেক্ষেত্রে কার দোষ সেটা তো তদন্ত সাপেক্ষ। এখানে কোনও রাজনীতি নেই।’‌ আর মালদা জেলা তৃণমূল কংগ্রেসেরে সভাপতি ও বিধায়ক আবদুর রহিম বক্সী বলেন, ‘‌শ্রীরূপা মিত্র মহোদয়া, এখানকার বিধায়িকা। ভোট নিয়ে চলে গিয়ে আপনাদের সম্বন্ধে কোনও চিন্তা ভাবনা করছেন না। আপনাদের অনুরোধ করব, চলুন তাঁর বাড়ি ঘেরাও করব। মালদায় তিনি থাকেন না। দিল্লিতে থাকেন। শুধু ভোটের স্বার্থে এখন এলাকায় ঘোরেন। আমাদের ভুখা পেটের ভাত কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সেটা আদায় করতে হবে। আবাস যোজনার টাকা দিচ্ছে না। টাকা আসছে না কেন?‌ তাঁকে ঘেরাও করে জিজ্ঞাসা করতে হবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

বর্তমান স্ত্রীকে নিয়ে প্রাক্তনের বাবার শেষকৃত্যে হাজির আরবাজ! ‘এইবার আর শেফ হইনি...’ দ্য বাকিংহ্যাম মার্ডারসে অভিনয় নিয়ে আর কী জানলেন রণবীর? সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ লড়তে হবে, Brics সম্মেলনে ডোভাল,কথা চিনের মন্ত্রীর সঙ্গে ফিরলেন রশিদ খান, নতুন মুখ আব্দুল মালিক! সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা কঠিন সময়েও মালাইকাকে 'ধাওয়া' পাপারাৎজিদের! বিরক্ত বরুণ বললেন ‘এত অসংবেদনশীল…’ মাঝরাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া, হঠাৎ কী হল বিএনপি নেত্রীর? দিদি নম্বর ১-এ রচনার করা আন্দাজ ভুল! প্রেম নয়, রাহুল-শ্রীতমা বন্ধুই? কী জানালেন ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি- কাকে নিয়ে এমন কথা বললেন রিকি পন্টিং? Namibia Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? আন্দোলনকারী ডাক্তারকে ক্রমাগত হাতপাখা করছেন বৃদ্ধ ব্যক্তি, পোস্ট করলেন সৃজিতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.