কলকাতা পুরসভার ডাম্পারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। আর এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আজ, শনিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে খাস কলকাতার ডিএল খান রোডে। কলকাতা পুরসভার ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান ওই মহিলা বলে খবর। তারপর ওই ডাম্পার প্রায় ১০০ মিটার পর্যন্ত ওই মহিলাকে হিঁচড়ে নিয়ে যায় রাস্তায়। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার।
ঠিক কী ঘটেছে শহরে? স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার ডাম্পার প্রথমে ধাক্কা মারে ওই মহিলাকে। তারপর তড়িঘড়ি সেই ডাম্পার সেখান থেকে চলে যেতে গিয়ে মহিলাকে হিঁচড়ে নিয়ে যায়। তার জেরেই ওই মহিলা রাস্তায় মারা যান। তিনি ডি এল খান রোড এলাকার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। বেপরোয়াভাবে ডাম্পারটি চলছিল বলেই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনাকে নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডি এল খান রোডে। এখানে গাড়িগুলি সিগনাল মানে না বলে পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ডি এল খান রোডে অবরোধও করা হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মায়া রায় (৬১)। কলকাতা পুরসভার ডাম্পারটি ধনধান্য সেতুর দিক থেকে রেসকোর্সের দিকে যাচ্ছিল। আর তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা। প্রত্যেক শনিবার রাস্তার শেষ প্রান্তে থাকা একটি মন্দিরে পুজো দিতে যেতেন তিনি। আজও পুজো দিতেই যাচ্ছিলেন। তখনই এই পথ দুর্ঘটনা ঘটনা ঘটে। তীব্র গতিতে আসা ডাম্পারের সামনে পড়ে যান ওই মহিলা। ডাম্পার রাস্তায় হিঁচড়ে নিয়ে যাওয়ার পর ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, মৃতা মায়া দেবীর স্বামী কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মচারী। এই ঘটনার পর ডিজি সাউথ আকাশ মাঘারিয়া ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। প্রত্যেকদিন এখানে ঝুঁকি নিয়ে চলতে হয় মানুষজনকে। কারণ এখানে কোনও বাস ঢুকতে দেওয়া হয় না। অথচ বড় বড় ডাম্পার যাতায়াত করে। এখানের মানুষের কোনও নিরাপত্তা নেই। কোনও নিয়ম না থাকায় সিগন্যাল মানে না কোনও গাড়ি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup