বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bomb Blast At Malda: মালদায় বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, বিস্ফোরণে আহত দুই শিশু

Bomb Blast At Malda: মালদায় বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা, বিস্ফোরণে আহত দুই শিশু

বিস্ফোরণে মারাত্মক জখম দুই শিশু

কুলপির ছামনাবনিতে আবার বোমার হদিশ মিলেছে। দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে কুলপি থানার পুলিশ।উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু হয়। সোমবার ব্যান্ডেলের নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এবার মানিকচকে বোমা বিস্ফোরণে জখম হল দুই শিশু।

মিনাখাঁ, কুলপির পর এবার মালদার মানিকচক। এবার বল ভেবে খেলতে গিয়ে ফেটে গেল বোমা। আর সেই বিস্ফোরণে মারাত্মক জখম দুই শিশু। মানিকচক থানার পালতোলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত দুই শিশুকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের এক আম বাগানের মধ্যে বোমা লুকানো ছিল। সেটা নিয়ে খেলতে গিয়েই মারাত্মক কাণ্ড ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে মালদায়?‌ স্থানীয় সূত্রে খবর, এখানের আম বাগানে পাড়ার শিশুরা খেলা করে। আজ, মঙ্গলবার তারা খেলছিল। তখনই বোমাগুলিকে নিয়ে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটে। প্রবল শব্দে চমকে উঠেন বাসিন্দারা। তারা এসে দেখেন দুই শিশু পড়ে রয়েছে। তখন তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

উল্লেখ্য, সোমবার রাতে কুলপির ছামনাবনিতে আবার বোমার হদিশ মিলেছে। দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে কুলপি থানার পুলিশ। আবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু হয়। এছাড়া সোমবার ব্যান্ডেলের নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। এবার মানিকচকে বোমা বিস্ফোরণে জখম হল দুই শিশু।

কী বলছে শাসক–বিরোধী?‌ এই ঘটনা নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌রোজ এমন ঘটনা ঘটছে। বলার সীমা পার হয়ে গিয়েছে। আপনাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যাচ্ছে। গ্রামবাংলায় বোমা–বন্দুক ছেয়ে গিয়েছে। বলি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। মানুষকে সুরক্ষা দিতে পারে না এই সরকার।’‌ পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। তিনি বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস যদি ব্যর্থ হতো তাহলে তারা বারবার নানা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করত না। তৃণমূল কংগ্রেসের প্রশাসনের স্বচ্ছতা রয়েছে বলেই অপরাধীদের ধরে শাস্তি দেওয়া হয়। অন্য কোনও রাজ্যে এটা দেখতে পাওয়া যায় না।’‌

বন্ধ করুন